মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে ঝিকরগাছায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
![](https://www.banglakhaborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশনের বিরুদ্ধে ঝিকরগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হাজিরবাগ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান। বুধবার দুপুরে ঝিকরগাছা প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে মোঃ নুরুজ্জামান বলেন, গত ২২ অক্টোবর যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক কল্যাণ’ পত্রিকায় প্রতিরোধ্য নুরুজ্জামান-জামসেদের সাঙ্গপাঙ্গরা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে।
উক্ত সংবাদে ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতাকে যেসব ঘটনায় জড়ানো হয়েছে। তার কোনটিই সত্য নয়। তিনি প্রকৃত ঘটনা উল্লেখ করে বলেন গত ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী দুঃশাসনের আমলে চাঁদাবাজি, বোমাবাজি, লুটপাট, হামলা, মিথ্যা মামলা ও অগ্নিসংযোগের মতো বর্বর ও নৃশংস বহু ঘটনার নায়ক ছিলেন স্থানীয় আওয়ামী-লীগ নেতা পাচপোতা গ্রামের আলতাফ মেম্বারগংরা। তার অত্যাচার-নির্যাতনের বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ ছিল।
আলতাপ মেম্বারের নেতৃত্বে ও প্রকাশ্য ইন্ধনে বেশুমার চাঁদাবাজির শিকার হন বিএনপি-জামায়াতের অগনিত নিরপরাধ ও নিরীহ নেতাকর্মী। আলতাফের এসব অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে। উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীদের সরেজমিন পূর্বক তথ্য যাচায় বাছায় করে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার শাহাজাহান আলী, বর্তমান সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সাধারন সম্পাদক জামশেদ আলী, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিব পিতা নওশের আলী, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মাজু মেম্বার, ইসমাইল হোসেন, ফারুক হোসেন, আব্দুর রশিদ, খোকন মিয়াসহ বেশ কয়েকজন।
বাখ//আর