০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শাহজদপুরে ইলিশ মাছ মারায় এক জেলের ৫ দিনের কারাদন্ড
বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার দুর্গম চর এলাকা বলে খ্যাত গালা ইউনিয়নের গালা যমুনা নদী থেকে ইলিশ মাছ মারার অভিযোগে মিরাজুল ইসলাম (২২) নামের এক জেলেকে উপজেলা মৎস অফিসার ইসমাত জাহান ও থানার পুলিশের সহযোগীতায় ইলিশ মাছ সহ জেলেকে আটক করে।
আটককৃত জেলেকে ৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান। এদিকে উপজেলা মৎস অফিসার ইসমাত আরা জাহান জানান, আমরা ভোর থেকে সারাদিন মা ইলিশ সংরক্ষন অভিযানে মোবাইল কোর্ট পরিচালসনা করি।
আটককৃত মাছ এতিম খানায় দেয়া হয় ।
বাখ//আর