শাহজাদপুরে মিল্ক ভিটায় কর্মরত প্রাণী চিকিৎসকদের চাকুরী স্থায়ী করনের দাবিতে বিক্ষোভ ও আমরন অনশন
বাংলাদেশ মিল্ক ইউনিয়ন ( মিল্ক ভিটা ) কর্মরত কৃত্রিম প্রজননকারী ও সহকারী প্রাণী চিকিৎসক ( এল.এফ .এ .আই /এল.ভি.এ দের চাকুরী স্থায়ী করনসহ ১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও আমরন অনশন শুরু করেছে।
আজ বুধবার সকালে বাঘাবাড়ি মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে এল.এফ .এ .আই কল্যাণ পরিষদ তাদের ৯ দফা দাবিতে মিল্ক ভিটার প্রধান ফটকের সামনে আমরন অনশন শুরু করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা সাবেক মিল্ক ভিটার চেয়ারম্যানসহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে নানা রকম স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল চলাকালে বক্তব্য রাখেন, এল এল এ আই কল্যাণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, নোয়াখালী অঞ্চলের প্রতিনিধি আফছার উদ্দিন, রংপুর অঞ্চলের ফরহাদ ও জামালপুর শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, এল এফ এ আইদের চাকুরী স্থায়ীকরণ, জাতীয় পে-স্কেল বকেয়া বেতন, সিমেন বিক্রয়কৃত টাকা, কাফ বোনাস, চাকুরীচ্যুতদের চাকুরী পুন:বহাল, হয়রানীমুলক বদলী, বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও রেশনিং চালুর দাবি জানান। তাদের দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসুচি দেবে বলে ঘোষনা দেন।
তারা আরও বলেন, সাবেক মিল্ক ভিটার চেয়ারম্যান আমাদের সাথে চরম দুর্নীতি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা দাবি করে মিল্ক ভিটাতে কোটি কোটি টাকা লুটপাট করেছে। আন্দোলনকারীরা তার বিরুদ্ধেও শ্লোগান দেন এবং বিচার দাবি করেন।
এছাড়াও মিল্ক ভিটার ভিতরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানান। এদিকে মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক ছাইদুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কোন কিছু বলতে পারব না। এটা ঢাকার উর্ধতন কর্তৃপক্ষর বলতে পারবে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান জানান, কর্মচারীরা আন্দোলন করছে। তারা আমার নিকট কোন কিছু জানায়নি।
বাখ//আর