হাটহাজারী ছিপাতলি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ফরিদ মিয়ার ইন্তেকাল
হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ছিপাতলি গাউছিয়া মাদ্রাসা সংলগ্নে মুক্ত মাঝির বাড়ি নিবাসী মোহাম্মদ ফরিদ মিয়ার নামাজে জানাজা গতকাল মঙ্গলবার ২২ অক্টোবর (২০২৪) বাদে আছর ছিপাতলী গাউছিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জানাজায় নামাজে ইমামতি করেন বিশিষ্ট সমাজসেবক ও ইসলামি চিন্তাবিদ ক্বারি মওলানা মোহাম্মদ ফেরদৌস। উল্লেখ্য যে, বহুল পরিচিত এলাকার প্রবীণ মানুষ মোহাম্মদ ফরিদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম শহরের ‘ডেলটা হাসপাতালে’ সকাল ৬-৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জানাজায় নামাজে বিপুল সংখ্যক মুসল্লী ছাড়াও আত্মীয় স্বজন গুনগ্রাহী সুধীজন অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে দোয়া মাহফিলে উপস্থিত সকলে মরহুম মোহাম্মদ ফরিদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। উপস্থিত আলেম ওলামা সহ সকলেই মহান সর্বশক্তিমান আল্লাহ্পাক এর নিকট বিনীত ভাবে নিবেদন করেন।
বাখ//এস