১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
হোসেনপুরে সাবেক মেয়র গ্রেপ্তার
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯ টায় পৌর এলাকার নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মধ্য আড়াই বাড়িয়া গ্রামের মৃত কেরামত বেপারির ছেলে। পর পর দু’বার আ’লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র হয়েছিলেন।
তিনি জেলা আ’ লীগের সদস্য। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান,কিশোরগঞ্জে ৪ আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে রাতেই তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাখ//আর