০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অভিবাসী নেওয়ার সংখ্যা কমাতে যাচ্ছে কানাডা

আর্ন্তজাতিক ডেস্ক

অভিবাসী নেওয়ার সংখ্যা দ্রুত কমিয়ে আনতে যাচ্ছে কানাডা। কানাডা সরকারের সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্যমতে, ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার অভিবাসী (স্থায়ী বাসিন্দা) নেবে কানাডা। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে নেওয়া হবে ৩ লাখ ৮০ হাজার অভিবাসী। আর অভিবাসী নেওয়ার সংখ্যা ২০২৭ সালে আরও কমে ৩ লাখ ৬৫ হাজারে নেমে আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতেই অভিবাসীদের নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছর কানাডা ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নিয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এ বছরের তুলনায় পরবর্তী তিন বছর কানাডায় অভিবাসী নেওয়ার সংখ্যা অনেকটাই কমে আসবে।

অধিকাংশ অভিবাসীদের জন্য প্রথম পছন্দের তালিকায় কানাডা থাকে, অভিবাসীদের স্বাগত জানাতে দেশটির খ্যাতিও রয়েছে। কিন্তু গত এক বছরে অভিবাসীদের প্রবেশ নিয়ে দেশটিতে সমালোচনা বাড়ছে। কানাডায় আবাসন সংকট থেকে শুরু করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির জন্য অভিবাসীদের দায়ী করা হয়।

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, কানাডায় অনেক অভিবাসী রয়েছেন, এমন চিন্তা করা মানুষের সংখ্যা দেশটিতে বাড়ছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
১৪৩ জন দেখেছেন

অভিবাসী নেওয়ার সংখ্যা কমাতে যাচ্ছে কানাডা

আপডেট : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

অভিবাসী নেওয়ার সংখ্যা দ্রুত কমিয়ে আনতে যাচ্ছে কানাডা। কানাডা সরকারের সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্যমতে, ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার অভিবাসী (স্থায়ী বাসিন্দা) নেবে কানাডা। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে নেওয়া হবে ৩ লাখ ৮০ হাজার অভিবাসী। আর অভিবাসী নেওয়ার সংখ্যা ২০২৭ সালে আরও কমে ৩ লাখ ৬৫ হাজারে নেমে আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতেই অভিবাসীদের নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছর কানাডা ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নিয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এ বছরের তুলনায় পরবর্তী তিন বছর কানাডায় অভিবাসী নেওয়ার সংখ্যা অনেকটাই কমে আসবে।

অধিকাংশ অভিবাসীদের জন্য প্রথম পছন্দের তালিকায় কানাডা থাকে, অভিবাসীদের স্বাগত জানাতে দেশটির খ্যাতিও রয়েছে। কিন্তু গত এক বছরে অভিবাসীদের প্রবেশ নিয়ে দেশটিতে সমালোচনা বাড়ছে। কানাডায় আবাসন সংকট থেকে শুরু করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির জন্য অভিবাসীদের দায়ী করা হয়।

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, কানাডায় অনেক অভিবাসী রয়েছেন, এমন চিন্তা করা মানুষের সংখ্যা দেশটিতে বাড়ছে।