১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
উল্লাপাড়া প্রেস ক্লাবে আহবায়ক কমিটি গঠন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাব হল রুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ আতিকুর রহমান জাহাঙ্গীর।
সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান জাহাঙ্গীরকে আহ্বায়ক, দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলামকে সদস্য সচিব এবং গ্লোবাল টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মইনুল হোসেনকে যুগ্ম আহবায়ক করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা রবিউল আলম, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক বাবু, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি রায়হান আলী, দৈনিক এই বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি তুহিন আলম।
গঠিত এই আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করবেন বলে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।