কয়রায় কৃষি কর্মকর্তার সঙ্গে গনশুনানী ও পিটিশন জমা
খুলনার কযরায় অতি দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সময়মতো সার, বীজ ও সরকারী প্রনোদনার জন্য কৃষি কর্মকর্তার সাথে গন শুনানী ও পিটিশান জমা প্রদান অনুষ্টান বৃহস্পতিবার (২৪ আক্টোবর) সকাল ১১ টায় ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাসের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ ইভলভ্ প্রকল্প ও উপজেলা সুশিল সমাজ নেটওয়ার্ক এর আয়োজনে উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তার হলরুমে এ শুনানী অনুষ্টিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে ও ডরপ ইভল প্রজেক্টর ফিল্ড ফ্যাসালিটেট মোঃ হারুনার রশিদের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন কয়রা সদরের সুশিল সমাজের প্রতিনিধি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যপক আ,ব,ম আব্দুল মালেক, উপ সহকারী কৃষি কর্মকর্তা অনুতব সরকার, মাহমুদুল হাসান, ফারুক হোসেন,আল মাহফুজ,আল আমিন ফরহাদ, জিয়াউর রহমান, স্বপ্ন রানী মন্ডল, প্রমুখ, অনুষ্টানে এলাকার সবাই যেন সময় সার, বীজ ও সরকারী প্রনোদনা পায় সে বিষয়ে নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এবং উপজেলার ৪ টি ইউনিয়নের শুশীল সমাজ প্রতিনিধিগন অতিদরিদ্র পরিবারের পক্ষ থেকে পিটিশন প্রদান করেন।
বাখ//এস