০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘কালকে বিএনপি নিষিদ্ধ করলে আমরা কী করব’

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কালকে বিএনপি নিষিদ্ধ হলে করণীয় কী—এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে আজ বৃহস্পতিবার গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর দাবি করেন, ‘অনেক অপরাধী-দুর্নীতিবাজকে অন্তর্বর্তী সরকার দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছাত্রলীগ ব্যানড করেছে। একদম শেষ। আমরা আপত্তি করছি না, নাকি খুশি হচ্ছি? কালকে যদি বিএনপি ব্যানড করে তাহলে আমরা কী করব?’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামের তো অনেক লোকের ফাঁসি হইছে। অনেক অত্যাচার করছে। জামায়াতে ইসলামও কিন্তু কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে নাই।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কার করতে কতটুকু সময় দরকার হয় তা আমরা বুঝি। সে সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়টুকু অতিক্রান্ত হলে বিএনপি অবশ্যই ঘরে বসে চিনা বাদাম খাবে না।’

অতীতেও আমরা রাজপথে আন্দোলন করেছি, ভবিষ্যতেও করব বলেও যোগ করেন গয়েশ্বর।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
৪৮ জন দেখেছেন

‘কালকে বিএনপি নিষিদ্ধ করলে আমরা কী করব’

আপডেট : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কালকে বিএনপি নিষিদ্ধ হলে করণীয় কী—এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে আজ বৃহস্পতিবার গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর দাবি করেন, ‘অনেক অপরাধী-দুর্নীতিবাজকে অন্তর্বর্তী সরকার দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছাত্রলীগ ব্যানড করেছে। একদম শেষ। আমরা আপত্তি করছি না, নাকি খুশি হচ্ছি? কালকে যদি বিএনপি ব্যানড করে তাহলে আমরা কী করব?’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামের তো অনেক লোকের ফাঁসি হইছে। অনেক অত্যাচার করছে। জামায়াতে ইসলামও কিন্তু কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে নাই।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কার করতে কতটুকু সময় দরকার হয় তা আমরা বুঝি। সে সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়টুকু অতিক্রান্ত হলে বিএনপি অবশ্যই ঘরে বসে চিনা বাদাম খাবে না।’

অতীতেও আমরা রাজপথে আন্দোলন করেছি, ভবিষ্যতেও করব বলেও যোগ করেন গয়েশ্বর।