০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানির জন্য সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। ফলে আগামী ১৭ নভেম্বর রিভিউ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির এই তারিখ ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামীর রিভিউ আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

বুধবার জামায়াতে ইসলামের পক্ষ থেকে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আবেদন দায়ের করেন।

এর আগে, ১৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। গত আগস্টেও আলাদা রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। ১৯৯৬ সালে এই সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী।

২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। এরপর ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়।

এরপর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ের পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় এবং ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
১২৩ জন দেখেছেন

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি পেছালো

আপডেট : ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানির জন্য সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। ফলে আগামী ১৭ নভেম্বর রিভিউ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির এই তারিখ ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামীর রিভিউ আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

বুধবার জামায়াতে ইসলামের পক্ষ থেকে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আবেদন দায়ের করেন।

এর আগে, ১৬ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। গত আগস্টেও আলাদা রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। ১৯৯৬ সালে এই সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী।

২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। এরপর ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়।

এরপর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ের পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় এবং ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।