০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
তালায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনি মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় লালু দফাদার (৮০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মৃত আমিন দফাদারের পুত্র লালু মিয়া হাইওয়ে সড়ক পার হওয়ার সময় পিছন দিক দিয়ে সাতক্ষীরা থেকে যশোরগামী ট্রাক ধাক্কা দিলে লালু মিয়া মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন হাইওয়ে পুলিশ বিষয়টি দেখছেন।
বাখ//এস