দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত দায়িত্বশীল সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগান কে সামনে রেখে ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার দিনাজপুর জেলা জামায়াত অফিস কার্যালয়ে সকাল ১১ টায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন দিনাজপুর জেলা উত্তর শাখার এর আয়োজনে বাছাইকৃত দায়িত্বশীল সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বাছাইকৃত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আঞ্চলিক সহ পরিচালক ও কেন্দ্রীয় স্থলবন্দর সেক্রেটারি আবুল হাসেম বাদল। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার প্রধান উপদেষ্টা ও দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি বেলাল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল মজিদ, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, দিনাজপুর শহর শাখার সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম রিপন, কাহারোল উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
দায়িত্বশীল সমাবেশে দারসুল কুরআন, ইউনিয়ন রিপোর্ট, সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের করণীয়, সংগঠন সম্প্রসারণ ও মজবুতিকরণে দায়িত্বশীলদের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচকেরা আলোচনা করেন।
বাখ//এস