পাবনা জেলা প্রশাসকের মতবিনিময়
পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম সরকারি উর্দ্ধতন কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার (২৩ অক্টােবর) দুপুরে বেড়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত, কৃষি অফিসার নুসরাত কবীর, উপজেলা সমাজেসবা কর্মকর্তা মোঃ মোত্তালিব সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ আকতারুজ্জামান, উপজেলা বিএনপি আহবায়ক মোঃ রইচ উদ্দিন আহম্মদ, পৌর বিএনপি সভাপতি মোঃ ফজলুর রহমান ফকির, পৌর জামায়াতের আমীর মোঃ জাহাঙ্গীর হোসেন সেলিম, সাংবাদিক মোঃ শফিউল আযম, বেড়া থানার ওসি তদন্ত প্রমূখ। বক্তারা বেড়া উপজেলার নানা সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সমস্যার কথা শুনলাম, সকল সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বলেন, আপনারা স্ব স্ব আবস্থান থেকে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন।
পরে তিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরেরঅর্থায়াযনে ক্রয় করা দুটি রিক্সাভ্যান দুঃস্থ পরিবারের মাঝে বিতরন এবং উপজেলা চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।
বাখ//এস