০৯:৪২ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ দিনে দুইজনের মৃত্যু
রাউজানে ডিসের সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জাবেদ শাহ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোল্লা মিছকিন শাহ (রহ.) এর বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত জাবেদ শাহ একই বাড়ির মৃত এমদাদুল ইসলাম শাহের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাবেদ শাহ জনৈক মহিউদ্দিন শাহ খোকনের বাড়িতে পানির মোটরের পাইপ সংযোগের কাজ করছিলেন ৷ এসময় খোকনের ঘরের রেলিংয়ে বসে পাইপ লাইন টানতে গিয়ে ডিস লাইনের বৈদ্যুতিক সংযোগের তার মাথায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবছার মুরাদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানাগেছে ৬ মাস পূর্বে ৭ ও ৫ বছর বয়সী দুটি কন্যা সন্তান রেখে তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। ভাগ্যের নির্মম পরিহাস স্ত্রীর মৃত্যুর ৬ মাস পর তার বিধবা মা ও দুই কন্যা সন্তানকে রেখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদেও পাড়ি জমান না ফেরার দেশে।
এদিকে গত মঙ্গলবার রাউজানে পানির কম্প্রেশারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হাছিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী।
জানা গেছে, নিজের বসতঘরে বিদ্যুৎবাহী পানির কম্প্রেশারের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। উদ্ধার করে গহিরারা জে.কে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২জনের করুন মৃত্যুতে এলাকায় শোকের চায়া নেমে এসেছে।
বাখ//এস