১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শাহজাদপুরে বিশাল আকৃতির ডলফিন মাছ ধরা পড়ল
শাহজাদপুরে যমুনায় বিশাল আকৃতির ডলফিন মাছ (শুশুক) ধরা পড়ল জেলেদের জালে। বৃহস্পতিবার উপজেলার যমুনা নদী থেকে বিশাল আকৃতির ডলফিন মাছ ধরে পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে আসে।
এসময় জেলেরা গোপনে মাছটি বিক্রি করে যায়। মৎস ব্যবসায়ী শাহিন জানান, মাছটি এদিন দুপুরে বাজারে জেলেরা নিয়ে এসে ৩ হাজার টাকা বিক্রি করে। উপজেলা মৎস অফিসার ইসমাত জাহান জানান বিপন্ন প্রায় এ মাছটি মারা সম্পুর্ণ অপরাধ, এ মাছটি ধরার জন্য জেল জরিমানার বিধান রয়েছে।
বাখ//আর