০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি সুবিদ আলী-মৃণালসহ ২৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা আখতার, ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাস সহ ২৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিততে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষ থেকে ২৭ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ৮টি পৃথক আবেদন করা হয়।

সুবিদ আলীর আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া ও তার পুত্র মেজর (অব.) মোহাম্মদ আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক চাঁদাবাজি, লুটপাট, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে কয়েকশ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ।

মৃণাল কান্তি দাসের আবেদনে বলা হয়, মৃণাল কান্তি দাস ১০ বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নাম ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। মৃণাল কান্তি দাস এবং তার স্ত্রী নিলীমা দাস অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক।

দুদক জানায়, এসকল অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। দুদকের এ আবেদন আমলে নিয়ে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মোসা. নুসরাত জাহান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রাশেদুল আলম, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আমিনুল ইসলাম, চেয়ারম্যান মোছা. ইসরাত জাহান, শেয়ার হোল্ডার ইজাজ আবরার, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেডের এমডি আরিফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম কিবরিয়া, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম সরওয়ার, ফাইন্যান্স অ্যার্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক এমডি রাসেল শাহরিয়ার, আজিমুল হক, মনিরুজ্জামান আকন, ফয়সাল আলম, আউয়াল হোসেন, নিজাম উদ্দীন, মহিন উদ্দিন, নুর করিম ও মোক্তার হোসেন পাটোয়ারী।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
১৩৬ জন দেখেছেন

সাবেক এমপি সুবিদ আলী-মৃণালসহ ২৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৪:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা আখতার, ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাস সহ ২৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিততে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষ থেকে ২৭ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ৮টি পৃথক আবেদন করা হয়।

সুবিদ আলীর আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া ও তার পুত্র মেজর (অব.) মোহাম্মদ আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক চাঁদাবাজি, লুটপাট, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে কয়েকশ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ।

মৃণাল কান্তি দাসের আবেদনে বলা হয়, মৃণাল কান্তি দাস ১০ বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নাম ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। মৃণাল কান্তি দাস এবং তার স্ত্রী নিলীমা দাস অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে দুদক।

দুদক জানায়, এসকল অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। দুদকের এ আবেদন আমলে নিয়ে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মোসা. নুসরাত জাহান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার রাশেদুল আলম, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আমিনুল ইসলাম, চেয়ারম্যান মোছা. ইসরাত জাহান, শেয়ার হোল্ডার ইজাজ আবরার, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেডের এমডি আরিফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম কিবরিয়া, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ গোলাম সরওয়ার, ফাইন্যান্স অ্যার্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক এমডি রাসেল শাহরিয়ার, আজিমুল হক, মনিরুজ্জামান আকন, ফয়সাল আলম, আউয়াল হোসেন, নিজাম উদ্দীন, মহিন উদ্দিন, নুর করিম ও মোক্তার হোসেন পাটোয়ারী।