১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনা পরিবারের ৬ সদস্যর পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাসহ তার পরিবারের ৬ সদস্যর নামে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে বরাদ্দকৃত ৬০ কাটা প্লট ও রাজউকের অন্যান্য প্রকল্পে বরাদ্দকৃত প্লট কেন বাতিল করা হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

একইসাথে শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যসহ ২০০৯ থেকে ২০০৪ পর্যন্ত রাজউক এর প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে ৩ সদেস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, আইনজীবী জসিম উদ্দিন সরকার ও প্রকৌশলী আলমগীর হাসিন এ কমিটিতে থাকবেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কমিটি গঠনের নির্দেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আবেদনকারী হয়ে গত ১১ সেপ্টেম্বর ওই রিট করেন। রাজউকের প্লট অবৈধভাবে বরাদ্দের বৈধতা নিয়ে করা এই রিটে বিষয়টি তদন্তে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে এসব বরাদ্দের সঙ্গে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
৪২ জন দেখেছেন

হাসিনা পরিবারের ৬ সদস্যর পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়ম তদন্তে কমিটি

আপডেট : ১২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

শেখ হাসিনাসহ তার পরিবারের ৬ সদস্যর নামে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে বরাদ্দকৃত ৬০ কাটা প্লট ও রাজউকের অন্যান্য প্রকল্পে বরাদ্দকৃত প্লট কেন বাতিল করা হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

একইসাথে শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যসহ ২০০৯ থেকে ২০০৪ পর্যন্ত রাজউক এর প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে ৩ সদেস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, আইনজীবী জসিম উদ্দিন সরকার ও প্রকৌশলী আলমগীর হাসিন এ কমিটিতে থাকবেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কমিটি গঠনের নির্দেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আবেদনকারী হয়ে গত ১১ সেপ্টেম্বর ওই রিট করেন। রাজউকের প্লট অবৈধভাবে বরাদ্দের বৈধতা নিয়ে করা এই রিটে বিষয়টি তদন্তে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে এসব বরাদ্দের সঙ্গে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও প্রার্থনা করা হয়।