ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ভ্যান, ছাগল ও নগদ অর্থ প্রদান
![](https://www.banglakhaborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে দুস্থ্য ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ভ্যান ছাগল ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বিতরনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হারুন অর রশীদ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর (পশ্চিম শাখার) সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ আব্দুর রকীম ও আবিদুর রহমান।
এসম উপস্থিত ছিলেন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহিব্বুল ইসলাম, বেজিয়াতলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, জামায়াত নেতা মাহাবুবুর রহমান, জামিরুল ইসলাম, মাওলানা শাহাবুদ্দিন, মিজানুর রহমান লাল্টু, সাবেক ইউপি সদস্য শাহাজাহান আলী, কামাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিনামুল্যে ২৪টি ছাগল, ১২টি ভ্যান ও ৩৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
বাখ//আর