ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা গণঅধিকার পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক ছাত্র নেতা মো. জাহিদুর রহমান খান দুলালকে সভাপতি, হোসাইন মাহমুদকে সাধারণ সম্পাদক ও মো. আতিককে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
গত ২৩ অক্টোবর পাবনা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নবগঠিত উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল।
কমিটিতে সিনিয়র সহসভাপতি মনোনীত হয়েছেন মাসুদ রানা, সহসভাপতি- রুহুল আমিন, আনসার আলী, আব্দুল কুদ্দুস প্রামানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-আবু কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক- জিয়াউর রহমান, আলহাজ্ব আলী, শামীম হোসেন, সহসাংগঠনিক সম্পাদক-রেজাউল করিম এবং দপ্তর সম্পাদক- সাগর হোসেন।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল বলেন, দলের নীতি ও আদর্শ সমুন্নত রেখে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
বাখ//এস