১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাশের গভীর থেকে বার্তা পাঠাল কে?

আর্ন্তজাতিক ডেস্ক

সৌরজগতে এমন অনেক গ্রহাণু আছে যাদের সম্পর্কে খুব বেশি তথ্য মানুষ জানে না। তেমনই এক গ্রহাণু ‘সাইকি’। ১৮৫২ সালে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে থাকা বড় মাপের এই গ্রহাণুটি আবিষ্কার করেন ইটালির জ্যোতির্বিদ অ্যানিবেলে ডি গ্যাসপারিস।

গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য গত বছর অক্টোবরে একটি নভোযান পাঠায় নাসা। গ্রহাণুর নাম থেকেই নাসা নভোযানের নাম দিয়েছে সাইকি।

২০২৯ সালের আগস্ট মাসে গ্রহাণুটির কাছাকাছি পৌঁছনোর কথা সাইকির। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার দাবি, সম্প্রতি এই নভোযান সাইকি থেকে পৃথিবীতে আসছে লেজার সঙ্কেত।

মহাকাশের গভীর থেকে সেই সঙ্কেত ধরা পড়েছে বলে জানিয়েছে মহাকাশ সংস্থা নাসা। পৃথিবী থেকে আনুমানিক ২২ কোটি ৫৩ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করা নাসার মহাকাশযান সাইকি থেকে লেজারের মাধ্যমে সঙ্কেত এসেছে বলে নাসা জানিয়েছে।

মহাকাশে দীর্ঘ দূরত্বে লেজার যোগাযোগ সম্ভব করার জন্য এই মহাকাশযানটিতে শক্তিশালী ‘ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশনস’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে দ্রুত মহাকাশের গভীর থেকে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ করা যাবে বলে মনে করা হচ্ছে।

যে উদ্দেশ্যে সাইকিকে পাঠানো হয়েছে, সেই পরিকল্পনা সফল হয়েছে বলে নাসা জানিয়েছে। পৃথিবী এবং সূর্যের মাঝের দূরত্বের প্রায় দেড় গুণ দূরত্ব থেকে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবীতে সফল ভাবে তথ্য প্রেরণ করেছে সাইকি নামের মহাকাশযানটি। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:৫৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
১৫৩ জন দেখেছেন

মহাকাশের গভীর থেকে বার্তা পাঠাল কে?

আপডেট : ০৮:৫৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

সৌরজগতে এমন অনেক গ্রহাণু আছে যাদের সম্পর্কে খুব বেশি তথ্য মানুষ জানে না। তেমনই এক গ্রহাণু ‘সাইকি’। ১৮৫২ সালে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে থাকা বড় মাপের এই গ্রহাণুটি আবিষ্কার করেন ইটালির জ্যোতির্বিদ অ্যানিবেলে ডি গ্যাসপারিস।

গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য গত বছর অক্টোবরে একটি নভোযান পাঠায় নাসা। গ্রহাণুর নাম থেকেই নাসা নভোযানের নাম দিয়েছে সাইকি।

২০২৯ সালের আগস্ট মাসে গ্রহাণুটির কাছাকাছি পৌঁছনোর কথা সাইকির। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার দাবি, সম্প্রতি এই নভোযান সাইকি থেকে পৃথিবীতে আসছে লেজার সঙ্কেত।

মহাকাশের গভীর থেকে সেই সঙ্কেত ধরা পড়েছে বলে জানিয়েছে মহাকাশ সংস্থা নাসা। পৃথিবী থেকে আনুমানিক ২২ কোটি ৫৩ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করা নাসার মহাকাশযান সাইকি থেকে লেজারের মাধ্যমে সঙ্কেত এসেছে বলে নাসা জানিয়েছে।

মহাকাশে দীর্ঘ দূরত্বে লেজার যোগাযোগ সম্ভব করার জন্য এই মহাকাশযানটিতে শক্তিশালী ‘ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশনস’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে দ্রুত মহাকাশের গভীর থেকে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ করা যাবে বলে মনে করা হচ্ছে।

যে উদ্দেশ্যে সাইকিকে পাঠানো হয়েছে, সেই পরিকল্পনা সফল হয়েছে বলে নাসা জানিয়েছে। পৃথিবী এবং সূর্যের মাঝের দূরত্বের প্রায় দেড় গুণ দূরত্ব থেকে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবীতে সফল ভাবে তথ্য প্রেরণ করেছে সাইকি নামের মহাকাশযানটি। সূত্র: আনন্দবাজার