লেবাননে ইসরাইলি অভিযান দীর্ঘস্থায়ী হোক চায় না আমেরিকা
লেবাননে ইসরাইলি অভিযান দীর্ঘস্থায়ী হোক এমনটা চায় না আমেরিকা। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যদিও এক মাস ধরে হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইল।
ব্লিঙ্কেন আরও বলেছেন, ইরান একটি স্পষ্ট বার্তা পাচ্ছে যে, ইসরাইলের ওপর হামলা চালালে তার খেসারত তেহেরানকেই দিতে হবে। গত পহেলা অক্টোবর ইসরাইলে হামলা চালায় ইরান। এ হামলার প্রেক্ষিতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছে তেল আবিব।
বর্তমানে যুদ্ধ বিরতির আলোচনার জন্য কাতারে আছেন ব্লিঙ্কেন, আগামী কয়েকদিনের মধ্যে বৈঠক হতে পারে আমেরিকা ও ইসরাইলের মধ্যস্ততাকারীদের মধ্যে। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে ব্লিঙ্কেন জানান, হামাস নতুন চুক্তির বিষয়ে রাজি হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তিনি আহ্বান জানিয়েছেন, হামাসের এ বিষয়ে এগিয়ে আসা উচিত।