১৭ বছর আগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বলেছিলেন দেশ-বাচাঁও মানুষ বাচাঁও
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধরন সম্পাদক রাজিব আহসান বলেছেন ১৭ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একমাত্র লোক যারা বলেছিলেন “দেশ বাচাঁও মানুষ বাচাঁও, আজকে দিনেও তারা একই কথা বলছেন-কথার মধ্যে কোন পার্থক্য নেই।
১৭ বছর আগেও তারেক রহমান বলেছিলেন আমাদের সাথে জামায়েতের কোন আদর্শিক মিল নেই, এটি একটি নির্বাচনী ঐক্য। তারেক রহমান ১০ বছর আগে বলেছেন, আমি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছিনা, আমি আন্দোলন করছি বাংলাদেশের মানুষ যেন যার যার ভোট সে নিজে দিতে পারেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিক্তিক “সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধরন সম্পাদক রাজিব আহসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মঞ্জরুল আলম রিয়াদ, সহ সভাপতি শাকির আহমেদ, সহ সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ন সম্পাদক মাসুদ রানা,পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ প্রমুখ।
রাজিব আহসান আরোও বলেন “ষড়যন্ত্র শুরু করেছে অনেক নতুন করে, মুল লক্ষ ক্ষমতায় যাওয়া- তাদের আছে টাকা, বিদেশী প্রভু, প্রশাসনের শক্তি, ষড়যন্ত্রকরার শক্তি, কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রয়েছে বাংলাদেশের জনগনের ভালোবাসা। বিএনপি তথা খালেদা জিয়া ও তারেক জিয়ার মূল লক্ষ্য, মানুষের ভোটাধিকার সহ অধিকার প্রতিষ্ঠা করা। সকলের সাথে কথা বলে তারেক রহমানের দেয়া ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবকে পাশ কাটিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বেশামাল হয়ে জামায়েত সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবী করছেন। দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় ঝড় বৃষ্টি উপক্ষো করে হাজার নেতাকর্মী সভাস্থলে জামায়েত হন।
বাখ//এস