জাতীয় শিক্ষা সপ্তাহ শাহরাস্তিতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট ইউনিট লিডার ফারুকুল আলম নির্বাচিত
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ খ্রিঃ শাহরাস্তিত কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট ইউনিট লিডার মোঃ ফারুকুল আলম নির্বাচিত হয়েছেন। সুচিপাড়া ডিগ্রী কলেজ সূত্রে জানা যায় শাহরাস্তি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ খ্রিস্টাব্দ শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট ইউনিট লিডার, সেরা স্কাউট লিডার হিসেবে কলেজ পর্যায়ে মোঃ ফারুকুল আলম নির্বাচিত হন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শ্রেষ্ঠ রোভার স্কাউট ইউনিট লিডার নির্বাচিত হওয়ায় ফারুকুল আলমের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ খান।
শ্রেষ্ঠ স্কাউট রোভার স্কাউট ইউনিট লিডার মোঃ ফারুকুল আলম জানান ২০১৪ খ্রিষ্টাব্দ সুচিপাড়া ডিগ্রি কলেজে যোগদান করে অদ্যবধি পর্যন্ত কর্মরত রয়েছেন। উল্লেখ্য তিনি ২০০৪ খ্রিস্টাব্দ নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও ২০১৩ খ্রিস্টাব্দ উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় কর্মরত ছিলেন।
তিনি গত ২০২৩ খ্রিস্টাব্দ সেরা রোভার শিক্ষক কলেজ পর্যায়ে নির্বাচিত হন এ সফলতার জন্য তিনি কলেজ পরিচালনা পর্ষদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সকল শিক্ষক মহোদয়ের নিকট কৃতজ্ঞতা পোষণ করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ সূচিপাড়া ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ রোভার দল হিসেবে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন সহ বিভিন্ন ইভেন্টে মোট ১৩ টি পুরস্কার অর্জন করেন। সুচিপাড়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ফলাফল অর্জনে অব্যাহত রয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় ৪০ জন এ প্লাস সহ পাশের হার ৯০%, এ অর্জনে সকলের দোয়া কামনা করেন।
বাখ//এস