দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের ৩ বছর মেয়াদি ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গী কমিটি চূড়ান্ত ঘোষনা
অরবিন্দ শিশু হাসপাতালের ৩ বছর মেয়াদী ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির চূড়ান্ত ঘোষনা দিয়েছেন নির্বাচন কমিশনার। আজ ২৬ অক্টোবর শনিবার প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ আশফাক আহমেদ, সহকারী নির্বাহী কমিশনার এ্যাডঃ নুরুল ইসলাম ও অশোক কুমার কুন্ডু আনুষ্ঠানিকভাবে অরবিন্দ শিশু হাসপাতাল কার্যালয়ে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন।
নির্বাচিতরা হলেন সভাপতি- আব্দুস সামাদ, সহ-সভাপতি- মোঃ রেজাউল করিম, সুনীল চক্রবর্তী, রণজিৎ কুমার সিংহ, সাধারন সম্পাদক মোঃ শামীম কবীর, সহ-সাধারন সম্পাদক- মোঃ শহিদুর ইসলাম খাঁন (শাহীন খাঁন), স্বরূপ বকসী বাচ্চু, কোষাধ্যক্ষ জহির শাহ্, সম্পাদক মেডিকেল, ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সম্পাদক সমাজকল্যাণ- রেজওয়ান হোসেন চৌধুরী রানা, সম্পাদক শিক্ষা তথ্য ও যোগাযোগ-আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য-এ্যাডঃ রফিকুল ইসলাম ভুটু, শেখ আব্দুর রশিদ (তোতা) মোঃ শফিউল্লাহ শুক্লা, কাশী কুমার দাস ঝন্টু, বিধান চক্রবর্তী বাসু, মোঃ মোস্তাক খান ও প্রেমনাথ রায়।
বাখ//আর