০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ ও কাব্য কথার আয়োজনে শারদীয় পুনর্মিলনী

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

কবিতার ছোট কাগজ কাব্য কথা ও সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের আয়োজনে শারদীয় পুনর্মিলনী উপলক্ষ্যে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাব্য কথার সম্পাদক কবি নিরঞ্জন হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও কাব্যকথার উপদেষ্টা ড. মাসুদুল হক।

সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী, দিনাজপুর প্রেস ক্লাবের সহযোগী সদস্য, কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, দিনাজপুর প্রেসক্লাবের ১ নং সহ-সভাপতি শাহ্ আলম শাহী, সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সমাজসেবক আবু বকর সিদ্দিক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার মোঃ শফিকুল ইসলাম বকুল এবং সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ মাসুদা খাতুন।

বক্তারা বলেন, রাজনীতির সাথে সংস্কৃতি ও অর্থনীতির একটি সম্পর্ক রয়েছে। রাষ্ট্রীয় সস্কারের সাথে আমরা আমাদের ঐতিহ্য-কৃষ্টিকে ধরে রেখে সামনে এগিয়ে যাব। সম্প্রীতির সেতুবন্ধন রচনা করছে শারদীয় উৎসব। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাব্যকথার সহ-সম্পাদক কবি কমল কুজুর। দ্বিতীয় পর্বে প্রভাষক হারুন-উর-রশিদ ও কবি সাবিনা ইয়াসমিন ইতি’র সঞ্চালনায় শফিকুল ইসলাম বকুলের কন্ঠে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়।

সঙ্গীত পরিবেশন করেন শিমুল সরকার, পম্পী সরকার, জুয়েল, পল্লব, লক্ষী কান্ত রায়, প্রশান্ত কুমার রায়, শাহ আলম শাহী, মৃনময়ী রায়, হাফিজা শারমিন সুমি, রেখা সাহা, মাসুদা খাতুন, আয়েশা সিদ্দিকা, আসাদ, বিপাশা, শীলা ও স্বাধীন। নৃত্য পরিবেশন করেন দীপ রায়, পিউ গুপ্তা। কবিতা আবৃত্তি করে, কবি কাশী কুমার দাস ঝন্টু, তনুশ্রী সিংহ, মালিহা, পুষ্পিতা রায়, মির শিরিন ও সুবর্ণা মুখার্জী। তবলায় ছিলেন লক্ষী কান্ত রায়, কি-বোর্ডে অশোক কুমার, গিটারে শহিদুর রহমান সবুজ ও ড্রামে বধন রায়।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
১১৭ জন দেখেছেন

দিনাজপুরে সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ ও কাব্য কথার আয়োজনে শারদীয় পুনর্মিলনী

আপডেট : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

কবিতার ছোট কাগজ কাব্য কথা ও সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদ দিনাজপুরের আয়োজনে শারদীয় পুনর্মিলনী উপলক্ষ্যে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাব্য কথার সম্পাদক কবি নিরঞ্জন হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও কাব্যকথার উপদেষ্টা ড. মাসুদুল হক।

সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী, দিনাজপুর প্রেস ক্লাবের সহযোগী সদস্য, কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, দিনাজপুর প্রেসক্লাবের ১ নং সহ-সভাপতি শাহ্ আলম শাহী, সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সমাজসেবক আবু বকর সিদ্দিক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার মোঃ শফিকুল ইসলাম বকুল এবং সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ মাসুদা খাতুন।

বক্তারা বলেন, রাজনীতির সাথে সংস্কৃতি ও অর্থনীতির একটি সম্পর্ক রয়েছে। রাষ্ট্রীয় সস্কারের সাথে আমরা আমাদের ঐতিহ্য-কৃষ্টিকে ধরে রেখে সামনে এগিয়ে যাব। সম্প্রীতির সেতুবন্ধন রচনা করছে শারদীয় উৎসব। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাব্যকথার সহ-সম্পাদক কবি কমল কুজুর। দ্বিতীয় পর্বে প্রভাষক হারুন-উর-রশিদ ও কবি সাবিনা ইয়াসমিন ইতি’র সঞ্চালনায় শফিকুল ইসলাম বকুলের কন্ঠে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়।

সঙ্গীত পরিবেশন করেন শিমুল সরকার, পম্পী সরকার, জুয়েল, পল্লব, লক্ষী কান্ত রায়, প্রশান্ত কুমার রায়, শাহ আলম শাহী, মৃনময়ী রায়, হাফিজা শারমিন সুমি, রেখা সাহা, মাসুদা খাতুন, আয়েশা সিদ্দিকা, আসাদ, বিপাশা, শীলা ও স্বাধীন। নৃত্য পরিবেশন করেন দীপ রায়, পিউ গুপ্তা। কবিতা আবৃত্তি করে, কবি কাশী কুমার দাস ঝন্টু, তনুশ্রী সিংহ, মালিহা, পুষ্পিতা রায়, মির শিরিন ও সুবর্ণা মুখার্জী। তবলায় ছিলেন লক্ষী কান্ত রায়, কি-বোর্ডে অশোক কুমার, গিটারে শহিদুর রহমান সবুজ ও ড্রামে বধন রায়।

বাখ//আর