শাহজাদপুরে ২৮ অক্টোবর লগি বৈঠার খুনিদের বিচারের দাবিতে জামায়াতের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডবে নিহত জামায়াত কর্মীদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রবীন্দ্র কাছারিবাড়ী মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেকের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওঃ নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারী মাওঃ মঈনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি জাহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালে লগী বৈঠার তান্ডবের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে অন ইলিভেন সৃষ্টি করেছিলো। ফখরুদ্দিন মঈনুদ্দিনের ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস করেছিলো। জনগণের ভোটাধিকার হরণ করে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করে। ছাত্র -জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে রক্তের বন্যা বয়ে দিয়ে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা। তাই অন্তবর্তি সরকারকে ২৮ অক্টোবর ও ২৪ এর খুনীদের বিচারের মুখোমুখি করার জোর দাবী জানান জামায়াত নেতা জাহিদুল ইসলাম।
বাখ//আর