ঈশ্বরদীতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
![](https://www.banglakhaborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, মাদ্রাসায় শিক্ষার্থীদের খাদ্য বিতরণসহ বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপির যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দী জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় সকাল ৯ টায় রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে যুবদল ও বিএনপি সহযোগি সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব এ কে এম সাজিদুর জামান জিতু সঞ্চালনায় এসব কর্মসূচিতে উপজেলা বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক আহসান হাবীব, পৌর বিএনপির প্রস্তাবিত আহবায়ক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব বিষ্ণু সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত হুমায়ূন কবীর দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সোনামনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচিতে ৫শ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে রোপন করা হয়। কর্মসূচিতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকারের মত ঈশ্বরদী মহিলা কলেজের কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বক্তব্য আগামী ৭ দিনের মধ্যে এই কমিটি ভেঙে নতুন কমিটি করা আল্টিমেটাম দেন।
বাখ//এস