উল্লাপাড়ায় নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিরাজগঞ্জের উল্লাপাড়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল পৌরশহরে এক আনন্দ শোভাযাত্রা বের করে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উম্মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য জননেতা এম আকবর আলী।
অনুষ্ঠানে উপজেলা যুবদল নেতা আবু শাহীন রেজা মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিউল মোমেন শফি, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রহিজ উদ্দিন হিরা, উপজেলা যুবদল নেতা মোঃ আবু জাফর মিয়া, নাজমুল হোসেন ও ছাত্রদল নেতা সামিউল সামি প্রমুখ।
আলোচনা সভায় বক্তার বলেন, আগামীতে বিএনপির ভুমিকা হবে সুন্দর জাতি গঠনের জন্য একটি মাইলফলক বহুদলীয় চেতনার দল হিসেবে দেশ সেবা করা। এ সময় গণতান্ত্রিক উপায়ে সন্ত্রাস ও দুর্নীতিমুল সরকার গঠনের জন্য আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
বাখ//এস