ঝিকরগাছায় বিস্ফোরণে ২ শিশু গুরুতর জখম
যশোরের ঝিকরগাছায় পল্লীতে কুড়িয়ে পাওয়া ককটেল বোমার বিস্ফোরণে ২শিশু গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল ১১ টায় উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামে। জানাগেছে, ওই গ্রামের মৃত: দেলোয়ার রহমানের ছেলে নজরুল ইসলামের বাড়ির পাশের একটি বালুর গাদায় খেলা করছিল একই গ্রামের আনারুল ইসলাম (পুলিশের কনস্টেবল) ছেলে লাফাজ হোসেন (৬) ও আল-মামুনের ছেলে আওয়াল হোসেন (৭)।
এসময় বালুর উপরে থাকা কুড়িয়ে পাওয়া ককটেল বোমার বিস্ফোরণ হলে দু’শিশু মারাত্মক ভাবে জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলার বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রেফার্ড করা হয়েছে।
খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন।
বাখ//আর