ঝিকরগাছায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত
যশোরের ঝিকরগাছার গদখালীতে মসলার উন্নতজাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুল অ্যাসেম্বল সেন্টারে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো. সাহিনুল ইসলাম।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রবন্ধ (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক কৃষিবিদ রাসেল আহমেদ ও যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সুশান্ত কুমার তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপঙ্কর দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সামাদ। এর আগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরেকটি মাঠ দিবসে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//এস