১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াশে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামী কেড়ে নিল স্বজনরা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ফিরোজ হোসেন নামের এক আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আসামি ফিরোজ নাটোরের চেক জালিয়াতির মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি উপজেলার দক্ষিণ সোলাপাড়ার বাসিন্দা।

রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তাড়াশ থানার ওসি আসলাম হোসেন। শনিবার রাত সাড়ে আট টা এ রিপোট লেখা পর্যন্ত ফিরোজকে খুঁজে পায়নি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, তাড়াশ থানার উপপরিদর্শক মন্টু মিয়া কনস্টেবল সনাতন দাসকে সঙ্গে নিয়ে আসামি ফিরোজকে ধরতে যান। তাঁকে গ্রেপ্তার করে আনার সময় তাঁর আত্মীয়স্বজন পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে ধস্তাধস্তি সময় হ্যান্ডকাপসহ ফিরোজ পালিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে ধরতে পারেনি পুলিশ। স্বজনরাও পলাতক রয়েছেন।

এ সময় আসামির স্বজনদের সঙ্গে ধস্তাধস্তির সময় তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মন্টু মিয়া ও কনস্টেবল সনাতন দাস আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘গ্রামের মুরুব্বি ও আসামির স্বজনদের ডেকে এনে শনিবার বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তিনি হাজির না হলে এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি আমরা জেনেছি। দায়িত্বে অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আসামি ধরার প্রক্রিয়া চলছে বলে জানান।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৫১:২৭ পূর্বাহ্ন, রোববার, ২৭ অক্টোবর ২০২৪
৩৭ জন দেখেছেন

তাড়াশে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামী কেড়ে নিল স্বজনরা

আপডেট : ০৪:৫১:২৭ পূর্বাহ্ন, রোববার, ২৭ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ফিরোজ হোসেন নামের এক আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আসামি ফিরোজ নাটোরের চেক জালিয়াতির মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি উপজেলার দক্ষিণ সোলাপাড়ার বাসিন্দা।

রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তাড়াশ থানার ওসি আসলাম হোসেন। শনিবার রাত সাড়ে আট টা এ রিপোট লেখা পর্যন্ত ফিরোজকে খুঁজে পায়নি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, তাড়াশ থানার উপপরিদর্শক মন্টু মিয়া কনস্টেবল সনাতন দাসকে সঙ্গে নিয়ে আসামি ফিরোজকে ধরতে যান। তাঁকে গ্রেপ্তার করে আনার সময় তাঁর আত্মীয়স্বজন পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে ধস্তাধস্তি সময় হ্যান্ডকাপসহ ফিরোজ পালিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে ধরতে পারেনি পুলিশ। স্বজনরাও পলাতক রয়েছেন।

এ সময় আসামির স্বজনদের সঙ্গে ধস্তাধস্তির সময় তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মন্টু মিয়া ও কনস্টেবল সনাতন দাস আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘গ্রামের মুরুব্বি ও আসামির স্বজনদের ডেকে এনে শনিবার বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তিনি হাজির না হলে এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি আমরা জেনেছি। দায়িত্বে অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আসামি ধরার প্রক্রিয়া চলছে বলে জানান।

বাখ//আর