তাড়াশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের খাবার বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম ফকিরের নেত্বতে মহিলা ডিগ্রি কলেজ ও উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুমের নেত্বতে মহুরী অফিস চত্বরে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদেও মধ্যে খাবার বিতরন এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শুকুর মির্জা, মিলন খান, তারেক রহমান, সোহেল প্রধান, আনিসুর রহমানসহ অনেকেই।
সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম বলেন, জাতীয়তাবাদী যুবদল সাধারণ মানুষের জন্য কাজ করছে। সাধারণ মানুষের পাশে গিয়ে দাড়িয়ে। বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন।
তিনি বলেন, বিগত দিনে জনগণকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। যে কারণে ছাত্র-জনতা মাঠে নেমেছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল। গৌরব সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাধারণ মানুষের স্বার্থ ফ্রি মেডিকেল ক্যাম্প করায় আমরা আনন্দিত।
বাখ//এস