দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর মাসিক শ্রোতার আসর অনুষ্ঠিত
“আমরা আছি-আমরা ছিলাম-আমরা থাকব-থাকব” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে শারদীয় উৎসব পুনর্মিলনী উপলক্ষ্যে ক্ষুদে শিল্পীদের নিয়ে মাসিক স্রোতার আসর অনুষ্ঠিত হয়েছে বাহাদুরবাজার’ নবরূপী কার্যালয়ের হলরুমে।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারন সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ নাজমুল হক। নবরূপীর সঙ্গীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করে ক্ষুদে সঙ্গীত শিল্পী প্রত্যাশা রায় ইরা, সৌম্য রায় কাব্য, কৃতি রায়, কণা মল্লিক, আদিত্যো, সিলভিয়া, নেহারিকা, রাফা, রিয়াজ রায়হান, হুমায়রা হোসেন শুপ্তি।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, সহ-সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ, অর্থ সম্পাদক এ্যাডঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী, নৃত্য সম্পাদক রওনক আরা হক নীপা, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানসহ সদস্যবৃন্দ ও শহরের গণ্যমান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নির্বাহী সদস্য মানব ভট্টাচার্য।
সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, নবরূপী সবসময় সাংস্কৃতিক কর্মকান্ডে সম্প্রদায়িক সম্প্রীর মাধ্যমে সেতুবন্ধন রচনা করে আসছে। সাধারন সম্পাদক সিফাত-ই-জাহান শিউ তার বক্তব্যে বলেন, নতুন ক্ষুদে শিল্পীদের উৎসাহ প্রদান করার জন্য এবার তাদের দিয়ে মাসিক স্রোতার আসরের আয়োজন করেছি আমরা। সহ-সভাপতি মোঃ নাজমুল হক বলেন, নবরূপী একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সকল শিল্পীদের সাংস্কৃতিক চর্চার জন্য উন্মুক্ত করা হয়েছে।
বাখ//এস