১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
রাউজানে ৯ দিন ধরে যুবক নিখোঁজ : থানায় ডায়েরি
রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামমাহালদার পাড়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে মোহাম্মদ শাহজাহান নামের আটত্রিশ বছর বয়সী এক যুবক ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে।
তিনি ওই গ্রামের আমিরাত প্রবাসী করিম বক্সের বড় ছেলে। গত মঙ্গলবার তাঁর খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি বলে জানান স্থানিয় প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউছুফ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানাগেছে, নিখোঁজ মুহাম্মদ শাহজাহান,অস্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। এর মধ্যে গত ১৯ অক্টোবর শনিবার বিকেল ৫ টার পর ঘর থেকে বের হয়ে সে আর ফিরেনি। আত্মীয় স্বজন সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁর কোনো সন্ধান পাননি। রাউজান থানার এসআই বিকাশ বড়ুয়া বলেন, থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। সব থানায় বার্তা দেওয়া হয়েছে।
বাখ//এস