ঈশ্বরদীতে চেয়ারম্যান তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশে অস্থিরতা চলছে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। গুজবে কান দেয়া ঠিক হবে না। সবাইকে বিএনপি’র পতাকা তলে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তাহলে বিএনপি বিজয় ছিনিয়ে আনতে সফল হবে। দেশ-বিদেশে বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে তাই ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।
স্থানীয় নেতাদের উদ্দেশ্যে হাবিব বলেন, আগামী ৩১ শে নভেম্বরের মধ্যে আপনাদের প্রাণপ্রিয় নেতা ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দাশুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে কারামুক্ত করে আপনাদের মাঝে হাজির করা হবে, ইনশাআল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনার বহরে হামলার মিথ্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির ৯ নেতাও খুব শীঘ্রই মুক্তি পাবে। আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের মুক্ত করা হচ্ছে।
সোমবার(২৮ সেপ্টেম্বর) বিকেলে দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দাশুড়িয়া গোলচত্তর মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্যকালে হাবিব এসব কথা বলেন। দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত সব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সান্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, সাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে ঢুলটি বাজার থেকে ঈশ্বরদী উপজেলা বিএনপির অন্যতম নেতা হাজী মোহাম্মদ স্বপন, মুলাডুলি ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাভলু সরদার, সাধারণ সম্পাদক শরীফ সরদার, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান দুর্জয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বিলকিস, ও সাইফুল মন্ডলসহ বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী সমর্থক সমাবেশে যোগদান করেন।
বাখ//এস