খুনি হাসিনার ফাঁসির দাবিতে কলাপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনার নির্দেশে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক জামাত শিবিরের ১৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
সোমবার বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা হাবিবুর রহমান, পৌর আমির জনাব মাওলানা আমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি জনাব মোঃ মহিবুল্লাহ, উপজেলা তারবিয়াত সেক্রেটারি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এম এ খালেক ফারুকী।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//এস