গৌরনদীতে তিনটি দোকানে চুরি
সংঘবদ্ধ একদল চোর বরিশালের গৌরনদীতে তিনটি দোকানে শার্টারের তালা ভেঙ্গে নগদ ৮৫ হাজার টাকা, রান্নার ২৮টি গ্যাস সিলিন্ডার, ৫ লিটারের ২৮টি সয়াবিন ভর্তি বোতল, লক্ষাধিক টাকার মিনিট ও এমবি কার্ডসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ১টি পিকআপ যোগে চুরি করে নিয়ে গেছে।
শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বার্থী বাজারে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী দোকানদার ও ওই বাজারের ব্যবসায়ীরা জানায়, সংঘবদ্ধ একদল চোর শনিবার গভীর রাতে শার্টারের তালা ভেঙ্গে বার্থী বাজারের সিরাজ হাওলাদারের দোকান থেকে নগদ ৭ হাজার টাকা, ২৮টি গ্যাস সিলিন্ডারের বোতল, ৫ লিটারের সয়াবিন ভর্তি ২৮টি বোতল, কামরুল খানের দোকান তেকে নগদ ৪০ হাাজর টাকা, অর্ধ লক্ষাধিক টকাার মিনিট ও এমবি কার্ড, মূল্যবান সাবান ও সেম্পুসহ কসমেটিক্সের মূলবান মালামাল ও মো. সোহেলের দোকান থেকে নগদ ৩৫ হাাজর টাকা, অর্ধলক্ষাধিক টাকার মিনিট ও এমবি কার্ডসহ ওই তিন দোকান থেকে প্রায় ৫লাখ টাকার মালামাল চুরি করে পিকআপ যোগে নিয়ে যায়।
গৌরনদী থানার ওসি মো, ইউনুস মিয়া জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাখ//আর