চৌহালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের চৌহালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ইং অর্থবছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকালে চৌহালী উপজেলা কৃষি দপ্তরের এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ভার:) শওকত মেহেদী সেতু, উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, পিআইও হেকমত আলী ও স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমীন মোল্লা প্রমুখ ৷
চৌহালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাজেদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কৃষক কৃষাণীগন।
বাখ//আর