ঝিকরগাছায় উপজেলায় আইনশৃঙ্খলা সহ ১৪ টি সভা অনুষ্ঠিত
যশোরের ঝিকরগাছায় সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন কর্তৃক আইন শৃঙ্খলা, উপজেলা পরিষদের মাসিক সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সেমিনারসহ দিনভর ১৪ টি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে পৃথক-পৃথক ভাবে এসব সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান, আইসিটি কর্মকর্তা মঈনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অ্যাকাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা মো. সালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল চৌধুরী, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান মিন্টু, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন, সাংবাদিক মো. তরিকুল ইসলাম, বাজারের বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন সদস্যবৃন্দ।
সভায় স্ব স্ব কমিটির সদস্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সভার শুরুতে ঝিকরগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানকে একটি গাছের চারা উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারসহ অফিসারবৃন্দ।
বাখ//এস