ঝিকরগাছায় ‘স্বস্তির’ বাজারে মিলেছে স্বস্তি
কিছুটা স্বস্তি মিলেছে ‘স্বস্তির’ বাজারে। যশোরের ঝিকরগাছায় বৈষম্যবিরোধী আন্দোলন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভীক ২৪’ কর্তৃক খুচরা বাজারের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে সবজি। সকাল থেকে দিন ব্যাপী ‘স্বস্তি’ বাজারের সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা মিলল উৎসবমুখর পরিবেশ।
২৮অক্টোবর রবিবার সকাল থেকে ২ রা নভেম্বর পর্যন্ত চলবে স্বস্তি বাজার। পাইকারি বাজার দর অনুযায়ী ডিম ১১ টাকা, আলু ৫৬, পটল ৩৫, লাউ ৩৫, ঢেঁড়স ৩৫, মিষ্টি কুমড়া ৬০, রসুন ২১৫, কাঁচামরিচ ১৬০, কলা ৫৫, সিম ১৩০, পেঁপে ৩৫ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।
নির্ভীক ২৪ সভাপতি মোঃ মারুফ হোসেন জানান, আমাদের উদ্যোগে এক সপ্তাহ ধরে এই ক্যাম্পেইন চলবে।সকলকে স্বস্তি বাজারে আসার আমন্ত্রণ জানান তিনি বলেন, আমরা বাজার তুলনায় কম দামে ও সিমিত লাভে সবজি বিক্রি করছি। সবজির বাজার মূল্য চড়াও হয়েছে এজন্য আমাদের এই উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রবিন ও নির্ভীক ২৪ এর, কোষাধ্যক্ষ মোছাঃ আঁখি খাতুন, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ জীবন, মাসুদ হোসেন, রিকন, ঐশী, কান্তা প্রচার সম্পাদক আল আমিন, ও নির্ভীক ও নির্ভীক ২৪ এর সমাজবিষয়ক সেবা সম্পাদক সোহানুর রহমান স্মরণ সহ অন্যান্য সদস্যরা।
বাখ//এস