দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে তরুণ-তরুণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈষম্যহীন সমাজ গড়ার পূর্বশর্ত নারী-পুরুষের সমতা” এই স্লোগান নিয়ে সাংগঠনিক পক্ষ-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে “নারী অধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণ: তরুণী ভাবনা” বিষয়ক তরুণ-তরুণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর ২০২৪) দিনাজপুর এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক আবিদ হোসেন মুন্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রুবিনা আকতার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ।
তিনি বলেন, নারীর প্রতি বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য, সম্পদ-সম্পত্তিতে সমান অধিকারহীনতা, বৈষম্যমূলক মজুরী, জাতীয় এবং পারিবারিক সম্পদে অসম বণ্টন, বিনা পারিশ্রমিকে গৃহস্থালি এবং সেবামূলক কাজে অধিক সময় প্রদান, নারীর কাজে স্বীকৃতি প্রদান না করা ইত্যাদি প্রতিবন্দকতা হিসেবে বিরাজ করছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে পিতৃতান্ত্রিক মানসিকতা বিরাজ করছে তা পরিবর্তন আজ অধিকতর মনোযোগের দাবী রাখে। নারী-পুরুষদের মধ্যে বৈষম্য দুর করতে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। এজন্য নারী-পুরুষ সবার মিলিত প্রচেষ্টা থাকা দরকার। সমাজের অগ্রগতির জন্য নারীকে সমাজে নিজস্ব অবস্থান তৈরী করতে হবে, মতপ্রকাশ, স্বাধীনতা প্রয়োগ এসব ব্যাপারে তাদেরকে সহযোগিতা প্রদান করতে হবে।
মতবিনিময় সভায় এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের সিএসটি বিভাগের ছাত্রী মোছা: জেসমিন আক্তার বলেন, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় একটি মানবিক সমাজ গঠনের জন্য নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নির্মুল করা অন্যতম জরুরী কাজ। সিএসটি বিভাগের ছাত্রী রুবাইদা আঞ্জুম রিমু বলেন, তরুনীদের মেধা বিকাশের জন্য সহায়ক পরিবেশ, আর্থিক সহায়তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। সিএসটি বিভাগের ছাত্র শচীন রায় শুভ বলেন, দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদ, সাম্প্রদায়ীকতা ও জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করতে হবে। সাধারণ মানুষকে সচেতনভাবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে। সম্পদ ও সম্পত্তিতে নারী-পুরুষদের সমান অধিকার থাকতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ নীডা শেঠ। মতবিনিময় সভায় এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
বাখ//আর