পলাশবাড়ী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বিগত ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮ শে অক্টোবর স্থানীয় ঢাকা-রংপুর মহাসড়কের জনতা ব্যাংক মোড়ে পলাশবাড়ী উপজেলা আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী সাকোয়াতজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু।
আরোও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা,কৃষক নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ, সুরা ও কর্ম পরিষদ সদস্য একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খায়রুজ্জামান চান, উপজেলা পেশাজীবির সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার, উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল লতিফ তরফদার, পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাওঃ আব্দুল মজিদ, সেক্রেটারী তাজুল ইসলাম মিলন,কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মকবুল হোসেন,বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামিম প্রধান, মহদীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মতিয়ার রহমান প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমাবেশ অনুষ্ঠানে জামায়াত সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বাখ//এস