পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
২০০৬ সালের ২৮ শে অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ সোমবার (২৮ অক্টোবর) পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেল ৫ টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন। পরে মিছিলটি ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আজগর।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য আব্দুস সাদিক,সূরা সদস্য মাওলানা জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা ২০০৬ সালের ২৮ শে অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে নৃশংসভাবে পিটিয়ে আমাদের ভাইদের হত্যা করেছিল। তারা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি,সেদিন লাশের ওপর তারা নৃত্য করেছিল। বাংলার জমিনে আর কোন ২৮ অক্টোবর হতে দেওয়া হবে না। আর কোন মায়ের বুক খালি হতে দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, ন্যায় ও ইনসাফের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দলটি আগেও আপনাদের পাশে ছিল,এখনও আছে,আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। পল্টন হত্যাকান্ডসহ ফ্যাস্টিট আওয়ামী লীগ কর্তৃক সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
বাখ//এস