০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পাঁচবিবিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন প্রমুখ।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ উপলক্ষ্যে এ বছর উপজেলার কারিগড়ি পর্যায়ে বিজনেজ ম্যানেজমেন্ট (বিএম) ইন্সটিটিউট, স্কুল পর্যায়ে দারুল ইসলাহ উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে বাঁশখুর ফাজিল মাদ্রাসা, সরকারী বে- সরকারী কলেজ পর্যায়ে মহিপুর হাজি মহসিন সরকারী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র/ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে নির্বাচিত হয়েছেন। পরে নির্বাচিত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
বাখ//আর