পাকুন্দিয়ায় নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয়তাবদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অঙ্গসংগঠনটি প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা সদর বাজারের পাটমহলে যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুস্থ্যদের মাঝে কাপড় বিতরণ ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানটি বিকাল ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টায় শেষ হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান খান সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন ও আমিনুল হক জর্জ এর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ ও আব্দুস ছাত্তার, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তুফা কামাল জুয়েল ও খুর্শিদ উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মশিউর রহমান উজ্জ্বল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।
এর আগে বিকাল ৪টা থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আগামি দিনের নেতৃত্ব প্রত্যাশীদের পরস্পরের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্ব›িদ্বতা ছিল চোখে পড়ার মত। বিভিন্ন ইউনিয়ন সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ-পদবী ও নেতৃত্ব পেতে আগ্রহী নেতারা নিজ নিজ সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে খন্ডখন্ড মিছিল করে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন।
বাখ//আর