সাঁথিয়ায় জামায়াতের উদ্যোগে পল্টন হত্যা দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস স্মরণে সোমবার বিকেলে সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা,দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজলো জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও সাঁথিয়া উপজেলা তদারককারী অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন, শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিষ্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।
এ সময় আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ডাক্তার আব্দুল বাসেত, পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুল কদ্দুস, জামায়াত নেতা, মাওঃ আবু হানিফ, মাওঃ আব্দুল মালেক, মোস্তফা কামাল মানিক, মোস্তাফিজুর রহমান ফিরোজ, শফিকুল ইসলাম, মাওঃ আব্দুর রউফ, মাওঃ আবুল কালাম আজাদ, মাওঃ আব্দুল করিম, আনিসুর রহমান মান্নান, মাওঃ হাফিজুর রহমান, নজরুল ইসলাম, মেহেদী হাসান, শ্রমিক কল্যান ফেডারেশনের সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, ছাত্র শিবিরের পাবনা জেলা পূর্ব শাখার সভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত নেতাকর্মীরা মিছিল সহকারে উপস্থিত হন। সন্ধ্যা রাতে সাঁথিয়া সাংস্কৃতিক সংসদ (সাসাস) এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করা হয়।
বাখ//এস