হাটহাজারীতে মেট্রোসর দোকান ভয়াবহ অগ্নিকাণ্ড কয়েক মিনিটে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
হাটহাজারীতে ইসলামিয়া মেট্রোস হাউস নামে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টার দিকে হাটহাজারী মডেল থানার দক্ষিণে মুরগিহাটা এলাকার ওই দোকানে অগ্নিকাণ্ডের কয়েক মিনিটের মধ্যে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানায় ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. শফি। অগ্নিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ দোকানের উত্তরে তার মালিকানাধীন অপর একটি দোকান নিউ নুর সাইকেল এন্ড মেট্রোস হাউসে বেচাকেনা করছিলেন।
হঠাৎ ইসলামিয়া মেট্রোস হাউসের পেছনের দিকে আগুন দেখতে পাই। সবাই দৌড়ে দোকানের সামনের অংশে রাখা কিছু মালামাল বের করতে পারলেও ভেতর ও পেছনের সব মালামাল মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ৪/৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে শেষ হয়ে যায়।
দোকানের পেছনে লেপ তোষকের কারখানাও ছিল। বাকি অংশে বাচ্চাদের দোলনাসহ প্লাষ্টিক সামগ্রীর মালামাল ছিল। রোববার বিকেলেও কয়েক লাখ টাকার নতুন মালামাল আনা হয়েছিল। সূত্রপাতের বিষয়ে বলেন, দোকানের লাগোয়া বৈদ্যুতিক খুঁটিতে কে বা কারা কাজ করছিল।
মনে হচ্ছে তাদের কাজে গরমিলের কারণে তার দোকানে শর্ট হয়ে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটতে পারে। তিনি আরো বলেন, কয়েক বছর আগেও তার উভয় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাগোয়া দুটি দোকানকে রক্ষা করে।
এ সময় হাটহাজারী নাজিরহাট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়। আধ ঘন্টারও বেশি সময় পর হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে যানজট স্বাভাবিক করে পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। হাটহাজারী মডেল থানার ওসি মোঃ হাবীবুর রহমান সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাখ//এস