ঈশ্বরদীতে বিদেশি অস্ত্র ও গাঁজাসহ কারবারি আটক
পাবনার ঈশ্বরদীতে বিদেশী অস্ত্র ও গাঁজাসহ মোঃ সাহাবুর হোসেন (৪৪) নামের এক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার ‘খ’ সার্কেল ঈশ্বরদী। আটককৃত হলেন, ঈশ্বরদী উপজেলার বাঘইল কলপাড়ার গ্ৰামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ সাহাবুর হোসেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা’খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অধিদপ্তরটির পাবনা ‘খ’ সার্কেলের ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের জানান, দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মোঃ সাহাবুর হোসেন উপর নজরদারী রাখা হয়েছিলো। আটক সাহাবুর হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঈশ্বরদী সহ আশেপাশের এলাকায় ও গ্ৰামে অবৈধ গাঁজাও অস্ত্র বিক্রয় করতো।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাকে তার নিজ বসত বাড়ি ঈশ্বরদী উপজেলার বাঘইল কলপাড়ার গ্ৰামের সমন্বয় টিম গঠন করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা এবং অবৈধ অস্ত্র বিদেশী রিভলবার ১টি যার গায়ে খোদায়কৃত Made in Pakistan লেখা রয়েছে এবং তাজা তিন রাউন্ড কার্তুজসহ তাকে আটক করা হয় ।
তাকে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে নিয়মিত মামলার রজু করা হয়। পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাখ//আর