কাশিয়ানীতে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় সেনা সদস্য ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক ইকবাল মুন্সী জানান, বসতঘরের জানালার গ্রিল কেটে ডাকাতদলের পাঁচ থেকে ছয়জন সদস্য বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের (রামদা) মুখে তাকে ও তার স্ত্রীকে রশি দিয়ে হাত বেঁধে ও কাপড় দিয়ে চোখ বেঁধে অন্য ঘরে আটকিয়ে রেখে ভয়ভীতি ও গায়ে আঘাত করে ডাকাত দলের সদস্যরা। পরে তারা ঘরের সকল কক্ষ তছনছ করে ও ঘরে থাকা ৭ ভরি স্বর্ণালংকার, সীমসহ ২ টি বাটন মোবাইল সেট ও নগদ কিছু টাকা নিয়ে যায়।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।
বাখ//এস