০৮:২৭ অপরাহ্ন, রোববার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে অসহায় স্কুল শিক্ষকের জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদরের উথরাইল ইউনিয়নে সংঘবদ্ধ ভুমিদস্যু সন্ত্রাসীরা ৮ দশমিক ১১৫ একর সম্পত্তি জোবরদখলের অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন অসহ্য়া স্কুল শিক্ষক মো: খাদেমুল ইসলাম। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ আনয়ন করেন সদরের ৭ নং উথর্ইাল ইউনিয়নের ৯ ওয়ার্ডের চকরামপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মো: খাদেমুল ইসলাম। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৯৬২ সালের ১৮ আগষ্ট কৃষ্ঞ প্রসাদ রায় কাচু মোহাম্মদ মন্ডল এবং তার পুত্র যথাক্রমে মো: আনোয়ার আলী মন্ডল ও মোজাহার আলীকে ভারত এবং ততকালিন পূর্ব পাকিস্তানের জমি বিনিময়ের মাধ্যমে সম্পাদিত বিনিময় দলিল রেজি নং ১১৭০০ এর মাধ্যমে আম মোক্তার নিযুক্ত করেন।

যা পরবর্তীতে তিন আম-মোক্তার ততকালিন পূর্ব পাকিস্তানের বিনিময় আইনানুগ করার নির্মিক্তে গত ২৬/০৯/১৯৭০ইং তারিখে ডেপুটি কমিশনার অফিসে ৪২৪/৮ অব ৭০-৭১ নং বিনিময় কেস রুজ্জু করে এবং তাহার ভিক্তিতে সরকারী ভাবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে গত ০২/০৪/১৯৯৪ ইং তারিখে অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজস্ব বাংলাদেশ সরকার পক্ষে হস্তান্তর দলিল নং ৩২৬৭ সম্পাদন ও রেজিট্রি করে দেন। এরপর হতে ওই সম্পত্তিতে ওয়ারিশগন ভোগদখল করে আসছে। সেই সুত্রে আমি ৬ দশমিক ৮১ একর এবং বিনিময়কারী চাকু মদ্দিনের নিকট হতে প্রাপ্ত ১ দশমিক ৩০ একর মোট ৮ দশমিক ১১৫ একর সম্পত্তি আম মোক্তার নিযুক্ত মো: আনোয়ার আলীর পুত্র হিসেবে ভোগদখল করে আসছি।

অত্যান্ত পরিতাপের বিষয় হচ্ছে আমার ৮ দশমিক ১১৫ একর সম্পত্তি জোবরদখলের জন্য ও আমাকে ভিটেমাটি ছাড়া করতে সন্ত্রাসী অনি‘র নেতৃত্বে তার অনুগত ইকবাল,তাজকিয়া,রোকুনুজ্জামান,আ:কুদ্দুস,রইসুল,রব্বানীসহ অন্যান্য সন্ত্রাসী ও লাঠিয়ালরা প্রাননাশের হুমকিসহ ভয়ভীতি দেখাচ্ছে,তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের উস্কানীদাতা ও মদদাতা হিসেবে কাজ করছে সরকারের শান্তি শৃংখলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য এসআই মো: এরশাদ হোসেন। সে আমাদের সম্পত্তি জোবরদখলের জন্য নানান ভাবে শাররিক ও মানসিক নির্যাতন নিপিড়ন চালাচ্ছে। আমরা অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পতিত্তে নির্বিগ্নে ভোগদখল, অধিকার প্রতিষ্ঠা ও পরিবারের সবাই মিলে একত্রে শান্তিতে বসবাসের সুযোগসহ জানমালের নিরাপত্তা চাই। সেই সাথে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করছি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিশু সন্তান ও স্ত্রী মোছা: নার্গিস পারভিন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
৪০ জন দেখেছেন

দিনাজপুরে অসহায় স্কুল শিক্ষকের জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ১২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

দিনাজপুর সদরের উথরাইল ইউনিয়নে সংঘবদ্ধ ভুমিদস্যু সন্ত্রাসীরা ৮ দশমিক ১১৫ একর সম্পত্তি জোবরদখলের অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন অসহ্য়া স্কুল শিক্ষক মো: খাদেমুল ইসলাম। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ আনয়ন করেন সদরের ৭ নং উথর্ইাল ইউনিয়নের ৯ ওয়ার্ডের চকরামপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মো: খাদেমুল ইসলাম। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৯৬২ সালের ১৮ আগষ্ট কৃষ্ঞ প্রসাদ রায় কাচু মোহাম্মদ মন্ডল এবং তার পুত্র যথাক্রমে মো: আনোয়ার আলী মন্ডল ও মোজাহার আলীকে ভারত এবং ততকালিন পূর্ব পাকিস্তানের জমি বিনিময়ের মাধ্যমে সম্পাদিত বিনিময় দলিল রেজি নং ১১৭০০ এর মাধ্যমে আম মোক্তার নিযুক্ত করেন।

যা পরবর্তীতে তিন আম-মোক্তার ততকালিন পূর্ব পাকিস্তানের বিনিময় আইনানুগ করার নির্মিক্তে গত ২৬/০৯/১৯৭০ইং তারিখে ডেপুটি কমিশনার অফিসে ৪২৪/৮ অব ৭০-৭১ নং বিনিময় কেস রুজ্জু করে এবং তাহার ভিক্তিতে সরকারী ভাবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে গত ০২/০৪/১৯৯৪ ইং তারিখে অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজস্ব বাংলাদেশ সরকার পক্ষে হস্তান্তর দলিল নং ৩২৬৭ সম্পাদন ও রেজিট্রি করে দেন। এরপর হতে ওই সম্পত্তিতে ওয়ারিশগন ভোগদখল করে আসছে। সেই সুত্রে আমি ৬ দশমিক ৮১ একর এবং বিনিময়কারী চাকু মদ্দিনের নিকট হতে প্রাপ্ত ১ দশমিক ৩০ একর মোট ৮ দশমিক ১১৫ একর সম্পত্তি আম মোক্তার নিযুক্ত মো: আনোয়ার আলীর পুত্র হিসেবে ভোগদখল করে আসছি।

অত্যান্ত পরিতাপের বিষয় হচ্ছে আমার ৮ দশমিক ১১৫ একর সম্পত্তি জোবরদখলের জন্য ও আমাকে ভিটেমাটি ছাড়া করতে সন্ত্রাসী অনি‘র নেতৃত্বে তার অনুগত ইকবাল,তাজকিয়া,রোকুনুজ্জামান,আ:কুদ্দুস,রইসুল,রব্বানীসহ অন্যান্য সন্ত্রাসী ও লাঠিয়ালরা প্রাননাশের হুমকিসহ ভয়ভীতি দেখাচ্ছে,তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের উস্কানীদাতা ও মদদাতা হিসেবে কাজ করছে সরকারের শান্তি শৃংখলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য এসআই মো: এরশাদ হোসেন। সে আমাদের সম্পত্তি জোবরদখলের জন্য নানান ভাবে শাররিক ও মানসিক নির্যাতন নিপিড়ন চালাচ্ছে। আমরা অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পতিত্তে নির্বিগ্নে ভোগদখল, অধিকার প্রতিষ্ঠা ও পরিবারের সবাই মিলে একত্রে শান্তিতে বসবাসের সুযোগসহ জানমালের নিরাপত্তা চাই। সেই সাথে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করছি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিশু সন্তান ও স্ত্রী মোছা: নার্গিস পারভিন।

বাখ//আর